Printed on Tue Sep 28 2021 8:10:08 PM

সিলেটে এক দিনে ৭ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
সারাদেশ
৭ জনের প্রাণহানি
৭ জনের প্রাণহানি
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও সাতজন। এই সময়ে নতুন এক হাজার ৩৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ৭৭ শতাংশ।

৩০ আগস্ট সোমবার সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের করোনা সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

করোনায় মৃত সাতজনের মধ্যে ছয়জন সিলেট জেলার ও একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা।

বিভাগে করোনায় মারা গেছেন  এক হাজার ৫৯ জন। এর মধ্যে সিলেট জেলার ৭৭৩ জন, সুনামগঞ্জের ৭২, হবিগঞ্জের ৪৬ এবং মৌলভীবাজারের ৭২ জন রয়েছেন। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৯৬ জন।

প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় সিলেটে ৮০ জন, সুনামগঞ্জে ১২, হবিগঞ্জে ১৫৯ এবং মৌলভীবাজারে ৩৯ জনের করোনা শনাক্ত হয়।

সব মিলে বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৮১৪ জনে। এর মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ১০ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৮১ জন, হবিগঞ্জে ৬ হাজার ৪৪৩ জন এবং মৌলভীবাজারে ৭ হাজার ৭২৩ জন আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন : বিশ্বে করোনায় ১০ হাজারের বেশি প্রাণহানি

ভয়েস টিভি/এএন
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/52759
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ