Printed on Sat Sep 25 2021 9:59:40 AM

ফরিদপুরে এক দিনে ৮ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
সারাদেশ
৮ জনের প্রাণহানি
৮ জনের প্রাণহানি
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের দুইজন করোনা আক্রান্ত ছিলেন। আর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ছয়জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫০২ জনে।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, মৃত আটজনের মধ্যে ফরিদপুরের তিনজন, রাজবাড়ীর তিনজন, মাগুরার একজন এবং মাদারীপুরের একজন রয়েছেন।

করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ফরিদপুর সদর উপজেলার দেলোয়ার হোসেন (৯০) ও রাজবাড়ীর বালিয়াকান্দির ইলা রানী (৬৫)।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ১০৯ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৭৯ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২৩ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৫০২ জন। হাসপাতালের পরিচালক সাইফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে গত ২৪ ঘন্টায় পিসিআর ল্যাবে ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৮৮ শতাংশ। এদের মধ্যে ভাঙ্গায় তিনজন, বোয়ালমারীতে তিনজন, নগরকান্দায় একজন, মধুখালীতে নয়জন, সদরপুরে ছয়জন, চরভদ্রাসনে একজন, সালথায় একজন এবং ফরিদপুর সদরে ২০ জন রয়েছেন।

আরও পড়ুন : ২৪ ঘণ্টায় রাজশাহীর করোনা ইউনিটে রেকর্ড ১৮ জনের মৃত্যু

ভয়েস টিভি/এএন
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/52764
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ